আর্কাইভ থেকে জাতীয়

ওমিক্রন নজিরবিহীন হারে ছড়িয়েছে : ডব্লিউএইচও

ওমিক্রন নজিরবিহীন হারে ছড়িয়েছে : ডব্লিউএইচও

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নজিরবিহীন হারে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে দ্রুত সংক্রমণশীল এই ধরন বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান এ তথ্য জানান।

তিনি বলেন, সম্ভবত বিশ্বের অনেক দেশ এটি এখনও শনাক্ত করতে পারেনি। ওমিক্রন ঠেকানোর কাজটি যে ঠিকভাবে হচ্ছে না, তা নিয়েই উদ্বিগ্ন আমার।

ডব্লিউএইচও প্রধান বলেন, যদি ওমিক্রনে রোগীদের অসুস্থতা মারাত্মক নাও হয়, তাতেও এটা যে হারে সংক্রমণ ঘটাচ্ছে, তাতে স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করতে পারে।

গেলো নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এরপরই বতসোয়ানা, হংকংসহ আরও বেশ কিছু দেশে ছড়িয়ে পড়তে শুরু করে অতি সংক্রামক এই ধরন।

এদিকে, বাংলাদেশের নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটারের দেহে কোভিড-১৯ ওমিক্রন ধরন পজিটিভ শনাক্ত হয়েছে। তারা (ক্রিকেটাররা) সম্প্রতি জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ওমিক্রন | নজিরবিহীন | হারে | ছড়িয়েছে | | ডব্লিউএইচও