ফিফা উইন্ডোর অংশ হিসেবে চলতি জুনে এশিয়া সফরে আসবে আর্জেন্টিনা। এ সফরে দুইটি প্রীতি ম্যাচ খেলবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিওনরা। যার প্রথম ম্যাচটি লিওনেল মেসিরা খেলবে চীনের মাটিতে। আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে কতৃপক্ষ। এর আগে সবশেষ ২০১৭ সালে চায়নায় খেলতে গিয়েছিলো আলবিসেলেস্তারা। দীর্ঘদিন পর চায়নায় আর্জেন্টিনা দল পা রাখবে বিশ্বচ্যাম্পিয়ন তকমাসহ।
তাই দর্শকদের মাঝে এবারের ম্যাচটির টিকিট চাহিদাও তুঙ্গে। তবে এসব টিকিটের জন্য যে চওড়া মূল্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ, তাতে করে ক্ষুদ্ধ দর্শকরা। তুলনা দিচ্ছে ডাকাতির সাথেও।
হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ওয়ার্কার্স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার। মেসিদের ম্যাচটি দেখার জন্য বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮২ ডলার (৮,৭৯৮ টাকা) থেকে সর্বোচ্চ ৬৮০ ডলার (৭২,৯৬০ টাকা) পর্যন্ত গুনতে হবে। চীনা মুদ্রায় যা সর্বনিম্ন ৫৮০ ইউয়ান থেকে সর্বোচ্চ ৪৮০০ ইউয়ান পর্যন্ত।
তবে টিকিটের এমন আকাশচুম্বি দাম দেখে ক্ষুদ্ধ দেশটির দর্শকরা। দেশটির নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে (টুইটারের মত) এসে এনিয়ে হতাশা প্রকাশ করছেন ফুটবল ভক্তরা।
সেখানে আয়োজকদের অফিসিয়াল অ্যাকাউন্টে গিয়ে চীনা ভক্ত কমেন্ট করেছেন,‘আমি আপনাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ করছি।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘৪৮০০ ইউয়ানের (চাইনিজ মুদ্র) বিনিময়ে কি খেলার সময় মেসি আমাদেরকে তাঁর পিঠে চড়াবে?’