আর্কাইভ থেকে ফুটবল

অবসর ভেঙে কোচিংয়ে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপজয়ী কোচ

অবসর ভেঙে কোচিংয়ে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপজয়ী কোচ
ব্রাজিলকে সবশেষ ২০০২ সালে কোরিয়া-জাপানে ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ লুইস ফিলিপ স্কলারি। ২০১৪ বিশ্বকাপেও নেইমার-সিলভাদের ডাগআউটে সামলিয়েছেন তিনি। তবে সেই আসরে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করতে হয়েছে সব থেকে বাজে হারের স্বাদ। গত নভেম্বর মাসে কোচিং ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ। তবে অবসর ভেঙে আবার কোচিংয়ে ফিরলেন ৭৪ বছর বয়সী স্কলারি। অবশ্য কোনো দেশের হয়ে নয়, ব্রাজিলের সিরি এ ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর কোচ হিসাবে যোগ দিয়েছেন স্কলারি। ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি তার। গত বছর ছ’মাসের জন্য অ্যাথলেটিকো প্যারানায়েন্সের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ক্লাবকে কোপা লিবের্টাডোরসের ফাইনালে তুলেছিলেন। তার পরেই দায়িত্ব থেকে সরে যান অভিজ্ঞ এই কোচ। শুধু ব্রাজিল নয়, পর্তুগালের হয়েও ভালো সময় কেটেছে স্কলারির। পর্তুগালকে ২০০৪ সালে ইউরো কাপের ফাইনালে তুলেছিলেন স্কলারি। তবে ফাইনালে গ্রিসের কাছে হেরে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ২০০৬ বিশ্বকাপেও পর্তুগালকে সেমিফাইনালে তোলেন এই ব্রাজিলিয়ান।  

এ সম্পর্কিত আরও পড়ুন অবসর | ভেঙে | কোচিংয়ে | ব্রাজিলের | সবশেষ | বিশ্বকাপজয়ী | কোচ