আর্কাইভ থেকে ফুটবল

‘আমি রেকর্ডের পিছু নেই না, রেকর্ডই আমার পিছনে ছোটে’

‘আমি রেকর্ডের পিছু নেই না, রেকর্ডই আমার পিছনে ছোটে’
কাতার বিশ্বকাপে অনেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন।  কিন্তু বিশ্বকাপের পর ফার্নান্দো সান্তোসের পরিবর্তে পর্তুগালের নতুন কোচ হয়ে আসা রবার্তো মার্তিনেজও রোনালদোর ওপর আস্থা রেখেছেন। আর রোনালদো দাপটের সঙ্গেই ৩৮ বছর বয়সের নিজের পারফর্ম দেখিয়ে যাচ্ছেন। সিআরসেভেন এখন দাঁড়িয়ে আছেন নতুন এক রেকর্ডের সামনে। আজ  আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাবেক রিয়েল মাদ্রিদ তারকা বললেন, তিনি রেকর্ডের পিছু নেননি, বরং রেকর্ডই তাঁর পিছনে ছোটে। গতকাল আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনেও রোনালদো জানালেন, “পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করে।”  

এ সম্পর্কিত আরও পড়ুন রেকর্ডের | পিছু | নেই | রেকর্ডই | আমার | পিছনে | ছোটে