রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে।
আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার কন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গুলিস্তানের টোল প্লাজার কাছে মোরগ পট্রিতে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে আসা বাসটি উল্টে যায়। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত।
এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।