আর্কাইভ থেকে বিএনপি

রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন সংলাপ’ বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির সংলাপকে ইতোমধ্যেই অনেক রাজনৈতিক দল বর্জন করেছে। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।
 
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। খালেদা জিয়া মুক্ত হলে জনগণের মধ্যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে। এ তরঙ্গে সরকার টিকে থাকতে পারবে না। এ কারণেই তারা খালেদা জিয়াকে মুক্তি দিতে চান না।

নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন রাষ্ট্রপতির | সংলাপ | অর্থহীন | মির্জা | ফখরুল