আর্কাইভ থেকে জাতীয়

দেশে দুই কোটিরও বেশী মানুষ কোননা কোনভাবে কিডনী রোগে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

দেশে দুই কোটিরও বেশী মানুষ কোননা কোনভাবে কিডনী রোগে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে দুই কোটিরও বেশী মানুষ কোননা কোনভাবে কিডনী রোগে আক্রান্ত। এক কেটিরও বেশী মানুষ হৃদরোগে আক্রান্ত । আজ রোববার (৯ জানুয়ারি) সকালে দেশের আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট ক্যান্সার,কিডনী এবং হৃদরোগের চিকিৎসায় সমন্বিত ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাহিদ মালেক আরো বলেন, দেশে সংক্রমন ব্যাধি নিয়ন্ত্রণে সফলতার কারনে মানুষের গড় আয়ু বেড়েছে। তবে অসংক্রমণ ব্যাধি বাড়ছে। অসংক্রমণ ব্যাধির মৃত্যুর হার ৬৭ শতাংশ বেড়েছে। এরমধ্যে ক্যান্সার, কিডনী, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকস্টজনিত রোগের প্রকোপ বেশী।

মন্ত্রী জানান, দেশে হৃদরোগের চিকিৎসা অপ্রতুল।   প্রতিবছর হৃদরোগ এক লাখেরও বেশী মানুষ মারা যান।

কিডনী রোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে প্রতিদিন ৩০ হাজার কিডনী রোগীর ডায়ালসিস প্রয়োজন হয়। অথচ সরকারী-বেসরকারী মিলিয়ে ব্যবস্থা আছে মাত্র দুই হাজার রোগীর ডায়ালসিসের। একারনে দরিদ্র লোকেরা চিকিৎসা সেবা বঞ্চিত হন।  

মন্ত্রী আরো জানান, দেশে প্রায় ২০ লাখ ক্যান্সারের রোগী আছে। এসব রোগীর চিকিৎসায় শয্যা সংখ্যা পাঁচশ’র বেশী নয়। অথচ প্রয়োজন কয়েক হাজার শয্যা। প্রতি ১০ লাখ রোগীর জন্য একটি রেডিও থেরাপী মেশিন প্রয়োজন। দেশের রোগীর পরিসংখ্যান অনুযায়ী ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় একশ ৬০টি রেডিও থেরাপী মেশিন দরকার। অথচ সরকারী-বেসরকারী মিলিয়ে মেশিন আছে মাত্র ২০ থেকে ২৫টি।

তিনি আশ্বস্ত করেন এসব সমস্যা সমাধানে চেষ্টা চলছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | দুই | কোটিরও | বেশী | মানুষ | কোননা | কোনভাবে | কিডনী | রোগে | আক্রান্ত | স্বাস্থ্যমন্ত্রী