আর্কাইভ থেকে আওয়ামী লীগ

জন্মলগ্ন থেকে জামায়াত বিএনপির ঘনিষ্ঠ মিত্র: কাদের

জন্মলগ্ন থেকে জামায়াত বিএনপির ঘনিষ্ঠ মিত্র: কাদের
বাংলাদেশের সচেতন মানুষ মাত্রই জানে জামায়াত হলো বিএনপির ‘বি’ টিম। জন্মলগ্ন থেকেই জামায়াত বিএনপির ঘনিষ্ঠ মিত্র। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে জামায়াতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত বাংলাদেশে ফুলেফেঁপে বিষবৃক্ষে পরিণত হয়েছে। তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি জামায়াতের সঙ্গে একাকার হয়ে সরকার গঠন করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিসাৎ করে। শুধু তাই নয়, খালেদা জিয়া জামায়াতের শীর্ষ নেতা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য আন্দোলন করেছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির শাসনামলে পাকিস্তানি দর্শনের রাজনীতি বাংলাদেশে জোরদার হয় এবং জামায়াতের ক্ষমতায়ন প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের সচেতন মানুষ মাত্রই জানে জামায়াত হলো বিএনপির ‘বি’ টিম। কাদের বলেন, বিএনপিকে ভোট না দেওয়ার অপরাধে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। একইসঙ্গে হরতালের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, গাছ কাটা, ভূমি অফিস পুড়িয়ে দিয়েছিল বিএনপি। তিনি বলেন, বিএনপি নেতারা সবসময় অপপ্রচার চালায় এবং সরকারি দলের লোকেদের ওপর দোষ চাপিয়ে আত্মতুষ্টিতে ভোগার উপলক্ষ্য খোঁজে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য শেখ হাসিনা সরকার ব্রিকস-এ যোগদান করছে। বিএনপির মতো বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করেন না।

এ সম্পর্কিত আরও পড়ুন জন্মলগ্ন | জামায়াত | বিএনপির | ঘনিষ্ঠ | মিত্র | কাদের