লাইসেন্স বিহীন ওয়কিটকিসহ বেশ কয়েকটি মামলায় মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
আজ সোমবার (১০ জানুয়ারি) জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এর আগে গেলো বছরের ৬ ডিসেম্বর জনসাধারণকে উস্কে দেয়ার এবং কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগের মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটি আদালত।
বর্তমানে আদালতে তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আনা সব মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে।