আর্কাইভ থেকে ক্রিকেট

‘পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না’

‘পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না’
পিএসজিতে আর থাকতে আগ্রহী নন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ক্লাবটিতে তিনি নতুন করে আর চুক্তি নবায়ন করবেন না বলে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। তাঁর নতুন গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নামও। এমবাপ্পের দলবদল নিয়ে চলমান আলোচনার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে ফ্রান্স ফুটবলকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকার। যেখানে লিগ ওয়ান ও পিএসজিতে নিজের ভবিষ্যৎ, চ্যাম্পিয়নস লিগ জেতার ও সাফল্য ক্ষুধাসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন এমবাপ্পে, ‘লিগ আঁ-তে এটাই আমার শেষ মৌসুম বলে বিশ্বাস করার কারণ? বিষয়টা খুব সহজ। আমি একজন প্রতিযোগী, যখনই আমি খেলি, জয়ের জন্যই খেলি। এটা কোনো ব্যাপার না যে আমি কার সঙ্গে খেলি, কোন জার্সি পরে খেলি। কোথায় খেলছি বা কোন বছর খেলছি, এসবও কোনো ব্যাপার না। জয়ে আমি কখনো সন্তুষ্ট না। আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’ পিএসজি বিভেদ সৃষ্টি করে, এখানে থেকে কোন লাভ নেই জানিয়ে এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয়, পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না, কারণ এ দলটা ভাগ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, এর ফলে অনেক রটনা তৈরি হয়, তবে এগুলো আমাকে খুব বেশি ভাবায় না। কারণ, নিজে কী করছি এবং কীভাবে করছি, তা আমি জানি।’

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসজিতে | খেলে | আমার | কোনো | লাভ | হবে