আর্কাইভ থেকে বাংলাদেশ

তৈমূর চাচা আমার বাবার কর্মী ছিলেন : আইভী

তৈমূর চাচা আমার বাবার কর্মী ছিলেন : আইভী

তৈমুর আলম খন্দকার ছোট বেলা থেকেই আমার চাচা। তিনি আমাদের বাড়িতে অনেক বার এসেছেন। তার সঙ্গে আমার সম্পর্ক অনেকে আগের। তিনি আমার বাবার কর্মী ছিলেন। আজ হয়তো ভোটে মাঠে তিনি আমার প্রতিদ্বন্দ্বী। বললেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বলেন, আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।

আইভী বলেন, আমি সবসময় শান্তির পক্ষে। আমি মনে করি না ভোটের দিন সহিংসতা-সংঘাত হবে। আমার পক্ষ থেকে তা হবে না। আমার ওই ধরনের কোনও বাহিনী নাই।

তিনি বলেন, ভোটে সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার ভোটাররা আসতে পারবে না। আমি প্রশাসনের কাছে বরাবরই বলে আসছি- ভোটের পরিবেশ যেন পরিচ্ছন্ন থাকে। আমার নারী ভোটাররা যেন আসতে পারে। আমি জানি এ ভোটগুলো আমার।

এ সম্পর্কিত আরও পড়ুন তৈমূর | চাচা | আমার | বাবার | কর্মী | ছিলেন | | আইভী