আর্কাইভ থেকে হলিউড

৫০ বছর পর ফের পর্দায় আসছে ‘দ্য গডফাদার’

৫০ বছর পর ফের পর্দায় আসছে ‘দ্য গডফাদার’

সেই ১৯৭২ সাল। হলিউড সিনেমার মোড় ঘুরিয়ে দেয় ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ‘দ্য গডফাদার’ সিনেমা। এটি তৈরি করা হয়েছিল মার্কিন লেখক মারিও পুজোর উপন্যাস অবলম্বনে। পরবর্তীতে অস্কার লাভ করে সিনেমাটি।

সিনেমাটি তিন পর্বে ভাগ হয়ে প্রকাশ হয়েছিল পর্দায়। এতে অভিনয় করেছিলেন মারলন ব্র্যান্ডো, আল পাচিনো, রবার্ট ডি নিরোর মতো তারকারা।

‘দ্য গডফাদার’ এর মুক্তির ৫০ বছর পার হলো ২০২২ সালে। এর সুবর্ণজয়ন্তী উৎসব পালন করবে প্যারামাউন্ট পিকচার্স। এ কারণে সিনেমাটির পঞ্চাশ বছর উপলক্ষে এতদিন প্রকাশ করা হয়েছে সংরক্ষিত প্রচার ঝলক।

আলোচিত এই সিনেমাটি চলতি বছর ফের মুক্তি পেতে যাচ্ছে। আসছে ২৫ ফেব্রুয়ারি আমেরিকা এবং বিশ্বের বাছাই করা কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। আর সিনেমাটির মুক্তির পর দর্শকরা ফের শুনতে পাবেন ‘রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভড কোল্ড’, ‘আই অ্যাম গোয়িং টু মেক হিম অ্যান অফার হি কান্ট রিফিউজ’ এর মতো কালজয়ী সংলাপগুলো।

জানা গেছে, সিনেমাটির রিল ইতোমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর পিকচার কোয়ালিটিও উন্নতমানের করা হয়েছে। যা পর্দায় উঠতে যাচ্ছে আসছে ফেব্রুয়ারিতে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ৫০ | বছর | ফের | পর্দায় | আসছে | দ্য | গডফাদার