আর্কাইভ থেকে রাজনীতি

বিদেশিরা আমাদের পরিচালনা করবে এটা গ্রহণযোগ্য নয়: পরিকল্পনামন্ত্রী

বিদেশিরা আমাদের পরিচালনা করবে এটা গ্রহণযোগ্য নয়: পরিকল্পনামন্ত্রী
বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে এটা ঠিক আছে। কিন্তু বন্ধুরা আমাদেরকে পরিচালনা করবে না; এটা গ্রহণযোগ্য নয়। বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার (১৬ জুলাই) আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। কারও মাতবরি আমাদের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন। পশ্চাদমুখিতা থেকে বেরিয়ে এসে দক্ষতা বৃদ্ধির কাজের সময় এখন। দুইদিন আগেও এটা ভুবুক্ষ জাতি ছিল। তবে এখন অভাবনীয় অর্জন নিয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে যাচ্ছি। সারা বিশ্ব জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব হয়েছে। আমরা বলি, এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। তিনি আরও বলেন, আমরা পারি, আমরা পেরেছি এই বার্তা ছড়িয়ে দিতে হবে এখন। এসময় তিনি কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্ব আরোপের আহবান জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন বিদেশিরা | আমাদের | পরিচালনা | করবে | এটা | গ্রহণযোগ্য | পরিকল্পনামন্ত্রী