আর্কাইভ থেকে বিএনপি

বিএনপি ও সমমনা দলের পদযাত্রার রোডম্যাপ

বিএনপি ও সমমনা দলের পদযাত্রার রোডম্যাপ
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে দেয়া কর্মসূচি আজ মঙ্গলবার (১৮ জুলাই) শুরু করতে যাচ্ছে বিএনপি। দাবি আদায়ে দেয়া দুদিনের পদযাত্রার কর্মসূচির প্রথম দিন আজ মাঠে নামছে বিএনপি। একই দাবিতে মাঠে নামছে সমমনা দল ও জোটগুলো। আজ গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার পদযাত্রা করবে দলটি। সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনে দলটি গঠন করেছে ‘শৃঙ্খলা টিম’। আগামীকাল বুধবারও একই কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির এ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে সমমনা দলগুলো। অর্থাৎ তারা পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বিএনপির রোডম্যাপ অনুযায়ী গাবতলী-টেকনিক্যাল মোড়-মিরপুর (১)-মিরপুর (১০) গোলচত্বর- কাজীপাড়া-শেওড়াপাড়া-তালতলা (আগারগাঁও)-বিজয় সরণি-কাওরান বাজার-এফডিসি-মগবাজার-মালিবাগ-কাকরাইল-নয়াপল্টন (পার্টি অফিস)- ফকিরাপুল-মতিঝিল (শাপলা চত্বর)-ইত্তেফাক মোড়-দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর পার্ক) হবে এ পদযাত্রা। একদফা দাবিতে বুধবার (১৯ জুলাই) শুধু ঢাকা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন সকাল ১০টায় আব্দুল্লাহপুর থেকে শুরু করবে, যা যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত গিয়ে শেষ হবে। ছয় ঘণ্টার এ কর্মসূচি আব্দুল্লাহপুর থেকে শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রামপুরা ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে। রোডম্যাপ অনুযায়ী আব্দুল্লাহপুর- বিমানবন্দর-কুড়িল বিশ্বরোড-নতুন বাজার-বাড্ডা-রামপুরা ব্রিজ-আবুল হোটেল-খিলগাঁও-বাসাবো-মুগদাপাড়া-সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত। নয় স্পট থেকে পদযাত্রা করবে সমমনা দলগুলো: একই দাবিতে রাজধানীর আরও নয় স্পট থেকে পদযাত্রা বের করবে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলো। কর্মসূচি সফলে তারাও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সকাল ১১টায় মিরপুর-১২ নম্বর থেকে কর্মসূচি শুরু করবে ৬ দলীয় এই জোট। এতে জোটের শীর্ষ নেতারাও অংশ নেবেন। মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, তাদের পদযাত্রা আগারগাঁওয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আশা করছি এতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণও অংশ নেবে। একদফা দাবিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় কাকরাইল মোড় থেকে পদযাত্রা শুরু করবে ১২ দলীয় জোট। মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা হবে। বুধবার বিকাল ৩টায় কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবে এই জোট। একই দাবিতে সকাল ১১টায় পূর্বপান্থপথস্থ এফডিসিসংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। পদযাত্রাটি মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন হয়ে মতিঝিলে গিয়ে শেষ হবে। বুধবার সকাল ১১টায় রাজধানীর একই স্থান থেকে পদযাত্রা শুরু করে মগবাজার, মালিবাগ রেলগেট, খিলগাঁও হয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ করবে দলটি। দুপুর ১২টা থেকে বিজয়নগর থেকে পদযাত্রা শুরু করবে জাতীয়তাবাদী সমমনা জোট। পদযাত্রাটি কাকরাইল-নয়াপল্টন-ফাকিরাপুল-মতিঝিল-ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব মোড়ে গিয়ে শেষ হবে। বুধবার এই জোট একই কর্মসূচি পালন করবে। কমলাপুর স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু করে সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ করবে। এছাড়া মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। পৃথকভাবে পদযাত্রা করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। তারা বিকাল ৪টায় পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে মগবাজার, কাওরান বাজার হয়ে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন পর্যন্ত গিয়ে শেষ করবে। সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টন থেকে শুরু করে দৈনিক বাংলা- মতিঝিল হয়ে টিকাটুলী পর্যন্ত পদযাত্রা করবে বাংলাদেশ লেবার পার্টি। গণফোরাম চত্বর থেকে বিকাল ৩টায় শুরু করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা করবে গণফোরাম (একাংশ) ও বাংলাদেশ পিপলস পার্টি। এছাড়া সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ হয়ে ধানমন্ডি গিয়ে শেষ করবে গণতান্ত্রিক বাম ঐক্য জোট।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | ও | সমমনা | দলের | পদযাত্রার | রোডম্যাপ