আর্কাইভ থেকে ফুটবল

ডোনারুমা ও তার বান্ধবীকে বেঁধে রেখে ডাকাতি

ডোনারুমা ও তার বান্ধবীকে বেঁধে রেখে ডাকাতি
প্যারিসে নিজ বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন পিএসজির ও ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। এসময় ডোনারুমা ও তার বান্ধবী এলিফান্তেকে বেঁধে রাখে ডাকাতদল। ডাকাতদের হাত থেকে ছাড়া পেয়েই পার্শ্ববর্তী এক হোটেলে আশ্রয় নেন তাঁরা। হোটেল কর্মীরা ঘটনা জানার পর অ্যালার্ম বাজান। এরপর ডোনারুমা ও এলিফান্তেকে জরুরি হাসপাতালে নেওয়া হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডোনারুমা সামান্য আহত হলেও তাঁর প্রেমিকার কোনো ক্ষতি হয়নি। বিআরবি (দস্যুতা দমন ব্রিগেড) নামে ফরাসি পুলিশের বিশেষ ইউনিট জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে। তদন্তও শুরু হয়েছে। পুলিশের জানিয়েছে, প্যারিসের অষ্টম আরোঁদিসেমেন্তের আপমার্কেটে ডোনারুমার বাসভবনে জোরপূর্বক ঢুকে তাণ্ডব চালায় একদল ডাকাত। এ সময় তিনি কিছুটা আহত হয়েছেন। তাঁকে সঙ্গীসহ বেঁধে রাখা হয়েছিল। ঘটনার পর তাঁদের শঙ্কিত দেখাচ্ছিল। শুধু ডোনারুমাই নন, গেল কয়েক বছর ধরে বেশ কয়েকজন পিএসজির ফুটবলার ডাকাতির শিকার হয়েছেন। এদের মধ্যে আছেন প্রিসনেল কিম্পেম্বে, মারকুইনহোস, থিয়াগো সিলভা, অ্যাঞ্জেল ডি মারিয়া, দানি আলভেস, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, সার্জিও রিকো এবং মাউরো ইকার্দি।

এ সম্পর্কিত আরও পড়ুন ডোনারুমা | ও | বান্ধবীকে | বেঁধে | রেখে | ডাকাতি