আর্কাইভ থেকে বাংলাদেশ

পদ্মশ্রী অনেক বড় অপমান: সন্ধ্যা মুখোপাধ্যায়

পদ্মশ্রী অনেক বড় অপমান: সন্ধ্যা মুখোপাধ্যায়

ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন বর্ষীয়ান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীত থেকে সিনেমায় প্লে-ব্যাক, বেসিক গানের অ্যালবাম, তাঁর কাজের ব্যাপ্তি অনেকটাই। তাঁর সম্পর্কে না জেনে কেউ সম্মান দিতে চাইলে তা তিনি গ্রহণ করবেন না,স্পষ্ট জানিয়ে দিয়েছেন গীতশ্রী।

গণমাধ্যমকে বর্ষীয়ান শিল্পী বলেন- পদ্মশ্রী ঘোষণার একেবারে শেষ পর্যায়ে এসে তাঁকে জানানো হয়েছে। এটা তাঁর জন্য অনেক বড় অপমান।

এসময় সন্ধ্যা আরও বলেন, সারা ভারতের সব গুণী শিল্পীদের সাথে তিনি গান গেয়েছেন। গুরু বড়ে গুলাম আলি খানের সঙ্গে এক স্টেজে গান গাওয়াই তাঁর জীবনের সেরা পুরষ্কার। দেশের মানুষের ভালোবাসাই সন্ধ্যার বড় পাওয়া।

এর আগে হেমন্ত মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ও এই সম্মান প্রত্যাখ্যান করেছিলেন।

উল্লেখ্য পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন। এই সম্মাননা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয়। ভারতীয় সম্মাননার মর্যাদাক্রম অনুসারে, পদ্মশ্রীর স্থান ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণের পরে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মশ্রী | অনেক | বড় | অপমান | সন্ধ্যা | মুখোপাধ্যায়