আর্কাইভ থেকে আন্তর্জাতিক

১১০ বছর বয়সে আবারও স্কুলে ভর্তি হলেন আরবীয় নারী

১১০ বছর বয়সে আবারও স্কুলে ভর্তি হলেন আরবীয় নারী
ভালো কিছু করতে চাইলে কখনও দেরি করতে নেই। এ কথারই প্রমাণ দিলেন সৌদি আরবের এক নারী। ১১০ বছর বয়সে তিনি আবার শিক্ষা জীবন শুরু করেছেন। ভর্তি হয়েছেন স্কুলে। সোমবার (৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আরব নিউজ’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণপশ্চিমে অবস্থিত আল রাওয়া সেন্টারের সহযোগিতায় ১১০ বছর বয়সী বৃদ্ধা নাদা আল কাতানি পড়াশুনা শুরু করেছেন। চার সন্তানের এ জননীর প্রথম সন্তানের বয়স ৮০ বছর। দ্বিতীয় সন্তানের বয়স ৫০ বছর। তিনি আরব নিউজকে বলেন, পড়ালেখা তার জীবনকে বদলে দিয়েছে। তিনি যে সেন্টারে ভর্তি হয়েছেন, সেখানে মূলত প্রাথমিক কিছু শেখানো হয়। যার মাধ্যমে অক্ষর চেনা এবং পবিত্র কুরআন পাঠ করতে পারা সম্ভব। আল কতানি বলেন, তিনি তার পাঠকে উপভোগ করেন এবং প্রতিদিন বাড়িতে বসে স্কুল থেকে যে দায়িত্ব দেয়া হয় সেটি সম্পূর্ণ করেন। বিশাতে অবস্থিত শিক্ষামন্ত্রণালয়ের শাখা থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে ১১০ বছর বয়সেও আল কাতানির আগ্রহের কথা তুলে ধরা হয়েছে। আল কাতানিও সরকারকে অভিবাদন জানিয়েছেন তার মতো নিরক্ষর মানুষকে শিক্ষা গ্রহণের সুবিধা প্রদান করার জন্য। আল কাতানি আরব নিউজকে আরও বলেন, তার মতো বয়সী মানুষকে শিক্ষা দেয়া সহজ কোনো কাজ নয়। তবে তিনি মনে করেন, অনেক আগেই তার প্রাথমিক শিক্ষা অর্জন করা উচিত ছিল।
আরবীয় নারী, ১১০ বছর বয়স
আরবীয় নারী, ১১০ বছর বয়স
শুধু আল কাতানি একা নন, তার মতো বহু নারী ভৌগলিক অস্থিরতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেনি। আল কাতানিকে তার সন্তান সহযোগিতা করেন। তারা মনে করেন অনেক আগেই তাদের মায়ের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। তবে আল্লাহ এমনটা চেয়েছেন বলেই হয়েছে। ১১০ বছর বয়সী এ বৃদ্ধার ৬০ বছরের ছেলে মোহাম্মাদ আরব নিউজকে বলেন, মা প্রতিদিন সকালে স্কুলে প্রবেশ করে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তার মা প্রতিদিন নতুন কিছু শিখছেন, এজন্য তাদের আনন্দ হচ্ছে। তবে তার মায়ের পক্ষে এ বয়সে শিক্ষাগ্রহণ মোটেও সহজ হতো না যদিও না তারা সহযোগিতা করতেন। তারা তাদের মায়ের জন্য সব ধরনের সহযোগিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ১১০ | বছর | বয়সে | আবারও | স্কুলে | ভর্তি | আরবীয় | নারী