আর্কাইভ থেকে ফুটবল

ইতালির দায়িত্ব ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন মানচিনি

ইতালির দায়িত্ব ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন মানচিনি
হুট করেই ইতালির জাতীয় ফুটবল দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন রবার্তো মানচিনি। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। এর তিন বছর আগেই সরে পড়েন ৫৮ বছর বয়সী এই কোচ। এদিকে গত মার্চে সৌদি আরব জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে পরাজিত করা কোচ রেনার। মরুভূমির দেশটির দায়িত্ব ছেড়ে নিজ দেশ ফ্রান্সের নারী ফুটবল দলের দায়িত্ব নেন তিনি। এরপর থেকে সৌদি আরবের জাতীয় দলের ডাগআউট ফাঁকাই ছিল। অবশেষে রেনার্ডের ছেড়ে যাওয়া স্থানের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি। সোমবার (১৪ আগস্ট) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল রিয়াদ জানিয়েছে, সৌদি আরবের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন ইউরোজয়ী কোচ মানচিনি। তিন বছরের জন্য রেকর্ড অর্থে এই কোচকে পেতে চায় দেশটি। মানচিনি যদি সত্যিই সৌদি আরবের দায়িত্ব নেন, তাহলে তিনিই হবেন দেশটির প্রথম ইতালিয়ান কোচ। এ ছাড়া সৌদি জাতীয় দলের ৪৯তম কোচ ও ১৯তম ইউরোপিয়ান কোচ হবেন তিনি। সৌদির দায়িত্ব পেলে মানচিনির প্রথম অ্যাসাইনমেন্ট হবে এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাইপর্ব।

এ সম্পর্কিত আরও পড়ুন ইতালির | দায়িত্ব | ছেড়ে | সৌদি | আরবে | যাচ্ছেন | মানচিনি