আর্কাইভ থেকে জাতীয়

নিরাপত্তাবাহিনী কোনও গুম-খুনের সঙ্গে জড়িত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তাবাহিনী কোনও গুম-খুনের সঙ্গে জড়িত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তাবাহিনী কোনও গুম-খুনের সঙ্গে জড়িত নয়। কেউ কেউ আত্মগোপনে থেকে বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে এটি করেছে। লবিস্ট নিয়োগে কিভাবে বিদেশে টাকা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগির তা সামনে আনা হবে। 

তিনি আরো বলেন, দেশে কেউ গুম-খুন হয় না। অনেকে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে। আবার কাউকে কাউকে কিছুদিন পরই উদ্ধার করা হয়।

পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে কিছু সমস্যা আছে। এ নিয়ে সেনাবাহিনী কাজ করছে। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, পাহাড়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়। দখল-বেদখলের ঘটনা ঘটে। পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী সেখানে সেনা সদস্য পাঠানো হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন নিরাপত্তাবাহিনী | কোনও | গুমখুনের | সঙ্গে | জড়িত | স্বরাষ্ট্রমন্ত্রী