আর্কাইভ থেকে আইন-বিচার

কর কর্মকর্তাকে অপহরণ-নির্যাতন, আসামিরা কারাগারে

কর কর্মকর্তাকে অপহরণ-নির্যাতন, আসামিরা কারাগারে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পর নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় এক দিনের রিমান্ড শেষে তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২৬ আগস্ট) আসামিদের এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৪ আগস্ট আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- অটোরিকশা চালক সাইফুল ইসলাম, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু ও আবু বক্কর সিদ্দিক সাব্বির। আদালতে রমনা মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন, নারী কর কর্মকর্তাকে অপহরণের ঘটনা ঘটে গত ১৭ আগস্ট রাতে। এ ঘটনায় রমনা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা হয়। মামলার প্রধান আসামি করা হয়েছে মো. মাসুদ নামের এক ব্যক্তিকে, যিনি জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। চলতি মাসের ১ তারিখে তাকে চাকরিচ্যুত করা হয়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন কর | কর্মকর্তাকে | অপহরণনির্যাতন | আসামিরা | কারাগারে