আর্কাইভ থেকে বাংলাদেশ

রামেকে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু

রামেকে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু

গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে (রামেক) করোনায় চারজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ।

আজ বুধবার  (৯ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ও ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন। মারা যাওয়া চারজনই পুরুষ। এদের মধ্যে দুজন ষাটোর্ধ্ব। অন্য দুজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

শামীম ইয়াজদানী আরও জানান, রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছেন ৬০ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন রামেকে | করোনায় | একদিনে | ৪ | জনের | মৃত্যু