আর্কাইভ থেকে পরামর্শ

যে খাবারগুলো খুদের হাতে দিলেই বিপদ...

যে খাবারগুলো খুদের হাতে দিলেই বিপদ...
বাড়ির সবথেকে ছোট সদস্যটি সবে মাত্র নিজের হাতে খাওয়া শিখেছে। মাঝেমাঝেই তাকে আমরা শুকনো কোনও খাবার দিয়ে বসিয়ে দিই। তারা সেই খাবার নিয়ে নিজের মতো খেলতে থাকে, কখনও সেই খাবার আবার মুখেও পুরে দেয়। নিজের হাতে খেতে শেখানোর জন্যও অভিভাবকেরা অনেক সময়েই খুদে সদস্যের সামনে খাবারের প্লেট দিয়ে বসিয়ে দেন। তবে এ ক্ষেত্রে একটু সাবধান হওয়া জরুরি। আপনার চোখের আড়ালে কোনও খাবার শিশুর গলায় আটকে গেলে মুশকিল। চলুন জেনে নেই, খুদে একা একা খেতে চাইলে কোন খাবারগুলি এড়িয়ে না চললে, যখন- তখন ঘটতে পারে বিপদ।

আঙুর

খুদের হাতে ভুলেও গোটা আঙুর ধরিয়ে দেবেন না। আঙুর টুকরো করে কেটে তবেই খেতে দেবেন। না হলে কিন্তু এই গোলাকার ফল গলায় আটকে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।

পপকর্ন

সিনেমা দেখতে দেখতে মাঝেমধ্যেই আমরা পপকর্ন খাই। তবে খুদের হাতে পপকর্নের বাটি ধরিয়ে দেয়ার আগে সতর্ক হোন। পপকর্নও শুকনো হয়, এর দানা শিশুদের গলায় ঢুকে গেলেই বিপদ হতে পারে।

ক্যান্ডি

রংবেরঙের ক্যান্ডি খেতে শিশুরা বেশ ভালবাসে। তবে তাদের হাতে ক্যান্ডি তুলে দেয়ার আগে সতর্ক থাকবেন। খুব বেশি বড় ও শক্ত ক্যান্ডি কিন্তু তাদের গলায় আটকে যেতে পারে।

বাদাম

শিশুদের যে কোনও ধরনের বাদাম, যেমন কাজু, আমন্ড, চিনাবাদাম দেওয়ার আগে সতর্ক থাকুন। এগুলিও কিন্তু শিশুর গলায় আটক বিপদ ঘটতে পারে।

চুইংগাম

খুব ছোট শিশুদের হাতে চুইংগাম কিংবা মার্শমেলো ভুলেও দেবেন না। এই জাতীয় খাবার ওদের গলায় আটকে যাওয়ার আশঙ্কা খুব বেশি।

এ সম্পর্কিত আরও পড়ুন খাবারগুলো | খুদের | হাতে | দিলেই | বিপদ