আর্কাইভ থেকে দেশজুড়ে

করতোয়া সেতুর নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

করতোয়া সেতুর নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে নাম পরিচয় না মেলায় বেওয়ারিস মরদেহ হিসেবে তেতুঁলিয়া উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (০৪ সেপ্টেম্বর) উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজার সংলগ্নপরে প্রাথমিক  করতোয়া নদীতে করতোয়া সেতুর নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তেতুঁলিয়া মডেল থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার ভজনপুর ইউনিয়নের করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যায় শ্রমিকেরা। পরে নদীর করতোয়া সেতুর নিচে এক সূত্রে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে । তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরি অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের হাতের আঙ্গুলের ছাপ দিয়েও তার জাতীয় পরিচয় পত্রের তথ্য মেলেনি। এ কারণে তিনি কোথাকার নাগরিক তা শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিকে স্থানীয়রা তাকে অনেকদিন ধারে এই এলাকাতে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। তিনি হয়ত পাগল ছিল এ কারণে মাথায় ও মুখে জটলা বাধা অতিরিক্ত পরিমাণে চুল ছিল। মৃত্যুর কারণ জানতে তার মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মরদেহটি বেওয়ারিস হিসেবে দাফনের প্রস্ততি চলছে। তবে তিনি কোন ধর্মের অনুসারী হবেন তা বলা মুশকিল। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন করতোয়া | সেতুর | নীচ | অজ্ঞাত | ব্যক্তির | মরদেহ | উদ্ধার