আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে জিল্লু হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে জিল্লু হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছয়জনকে যাবজ্জীবন ও পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আদালত এ রায় দেন বলে নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার অভিযোগপত্রে মোট ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া থানার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে কিছু দুষ্কৃতকারী জিল্লুর ভাণ্ডারিকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় ভাণ্ডারির ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | জিল্লু | হত্যা | দুই | আসামির | মৃত্যুদণ্ড