আর্কাইভ থেকে বাংলাদেশ

সিরিজ নিশ্চিতের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নিশ্চিতের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। দ্বিতীয় ওয়ানডেতে আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ে স্বাগতিকরা। অধিনায়ক তামিম ইকবাল জানান,  ২৬০ রান বা তার চেয়ে বেশি করার লক্ষ্য তাদের। অন্যদিকে আফগান অধিনায়ক হাশমত শাহিদি বলেন,  দ্রুত উইকেট শিকার করাই তাদের টার্গেট। যেনো লক্ষ্যটা কম থাকে। 

প্রথম ওয়ানডেতে খেলা একাদশই খেলছে দ্বিতীয় ম্যাচে। অর্থ্যাৎ কোনও পরিবর্তন নেই দু’দলে। 

তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) আফিফ-মিরাজের ১৭৪ রানের দেশসেরা জুটিতে ৭ বল বাকি রেখেই ৬ উইকেট জয় পায় টাইগাররা। আজকের ম্যাচে জিততে পারলে ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে তারা। বর্তমানে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের। ১৩ ম্যাচে ৯০ পয়েন্ট রয়েছে বাংলাদেশের। ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ভারত।

বাংলাদেশ : লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব,মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই, ফজলহক ফারুকী। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিজ | নিশ্চিতের | মিশনে | আগে | ব্যাটিংয়ে | বাংলাদেশ