আর্কাইভ থেকে বাংলাদেশ

শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে কৃষকের স্বপ্ন

শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে কৃষকের স্বপ্ন

হঠাৎ করেই ঝড়ো বাতাসের সাথে শিলা বৃষ্টি হওয়ার কারনে পঞ্চগড়ে কিছু কাঁচা ঘর-বাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। তাৎক্ষনিক ভাবে ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি। তবে কৃষকরা জানিয়েছেন, শিলাবৃষ্টিতে আমের মুকুল, গম, ভুট্টাসহ ফসল কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে  পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যায় এবং শিলাবৃষ্টি হয়।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, লঘুচাপের কারণে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঝড়ো বাতাসের সাথে শিলা বৃষ্টি হয়েছে। বিকাল ৩ টার  দিকে তেঁতুলিয়ায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গবিবেগ ছিল ঘন্টায় ১২ কিলোমিটার। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন শিলাবৃষ্টিতে | নষ্ট | হয়েছে | কৃষকের | স্বপ্ন