আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্ত্রিসভায় দীর্ঘক্ষণ আলোচনা হয়। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রোমানিয়া এবং পোল্যান্ডে অবস্থিত দূতাবাস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ওখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আমাদের আপডেট দিচ্ছে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আটকে পড়াদের ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। এর একটি হচ্ছে নওগাঁ জেলায় আর অপরটি হচ্ছে ঠাকুরগাঁও জেলায়। এ লক্ষ্যে দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়াইউক্রেন | যুদ্ধ | পর্যবেক্ষণ | করছে | বাংলাদেশ