আর্কাইভ থেকে বাংলাদেশ

নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ

নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ

মানুষের মাথাপিছু আয় গেলো ১৩ বছরে বেড়েছে সাড়ে চার গুণ আর নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতাও তার কাছাকাছি বেড়েছে। জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদ আয়োজিত দাদাভাই স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশে আগে দাবি করা হতো শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। বাংলাদেশে এখন একজন শ্রমিক ১২-১৫ কেজি চালের মূল্যের সমান মজুরি পায়। কাজেই মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ভারত, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে সব ভোগ্য পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। সে তুলনায় বাংলাদেশে অনেক কম বেড়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন নিম্নআয়ের | মানুষের | ক্রয়ক্ষমতা | বেড়েছে | তিন | গুণ