আর্কাইভ থেকে বাংলাদেশ

‘অর্থনীতির উন্নতিতে সমুদ্রকে কাজে লাগাতে হবে ’

‘অর্থনীতির উন্নতিতে সমুদ্রকে কাজে লাগাতে হবে ’


বঙ্গোপসাগরের শুধু মৎস্য নয় আরো অনেক সম্পদ আছে। বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিতে হবে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রোববার (৬ মার্চ) সকালে চট্টগ্রামের মেরিন ফিশাজির একাডেমির ক্যাডেটদের মুজিববর্ষ পাসিং আউট প্যারেডে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী, মজবুত করতে পারি। তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতোমধ্যে এমডিজি খুব সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। এসডিজিও সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি আরও বলেন, করোনার বাধা কোনো বাধা নয় দেশের অর্থনীতিকে যথেষ্ট শক্তিশালী করে এগিয়ে যাচ্ছে দেশ। এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রাও সময় মতো তার সরকার অর্জন করবে।

শেখ হাসিনা জানান, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সমুদ্র আইন করে যাওয়ার পর আর কোনো সরকারই সমুদ্র আধিকার ফিরে পেতে কাজ করেনি। কেবল তার সরকারই আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারত ও মিয়ানমার থেকে বিশাল সমুদ্র এলাকা অর্জন করে নেয়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন অর্থনীতির | উন্নতিতে | সমুদ্রকে | কাজে | লাগাতে | হবে |