আর্কাইভ থেকে বাংলাদেশ

পুতিনকে বরিসের ৬ দফা পরিকল্পনা

পুতিনকে বরিসের ৬ দফা পরিকল্পনা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের ১১তম দিনে বিভিন্ন শহরে মানবিক সংকট তৈরি হয়েছে। ইউক্রেনের ওপর হামলা বন্ধ করতে রাশিয়াকে কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না। এমন অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে রাখতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ৬ দফা পরিকল্পনা নিয়েছেন। 

আজ রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বরিস জনসনের ছয়টি দফা হচ্ছে: 

১. ইউক্রেনের জন্য বিশ্বনেতাদের একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ গঠন করা উচিত। 

২. ইউক্রেনীয়রা আত্মরক্ষার চেষ্টা করছেন। তাদের সর্বাত্মক সমর্থন করা উচিত। 

৩. রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে। 

৪. ইউক্রেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কাজ করতে হবে। 

৫. যুদ্ধের কূটনৈতিক নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে, তবে সেটা করতে হবে ইউক্রেনের বৈধ সরকারকে সঙ্গে নিয়েই। 

৬. ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে হবে।

গেলো শনিবার (৫ মার্চ) হামলার দশম দিনে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহর মারিউপোল ও ভলনোভাখায় পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যদিও তা পুরোপুরি কার্যকর হয়নি। এরই মধ্যে অন্য শহরগুলোতে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশের বহুমাত্রিক নিষেধাজ্ঞা ও অনুরোধ করেও হামলা থেকে বিরত রাখা যায়নি পুতিনকে। এখন পর্যন্ত দুই দেশের ১২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। বিশ্ব নেতারা চলমান এই সংকট থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন । 

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পুতিনকে | বরিসের | ৬ | দফা | পরিকল্পনা