আর্কাইভ থেকে জাতীয়

টিকিট কেটে পদ্মা সেতুর ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী, বাঁশি বাজিয়ে দিলেন সংকেত

টিকিট কেটে পদ্মা সেতুর ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী, বাঁশি বাজিয়ে দিলেন সংকেত
উদ্বোধন হলো দক্ষিণাঞ্চলের জনগণের বহুল কাঙ্ক্ষিত রেল পথের (আংশিক)। মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া স্টেশন ঢাকা-ভাঙ্গা রেল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল চলাচলের সংকেত দেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে করে পদ্দা সেতু দিয়ে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গায় গেছেন সরকারপ্রধান। দুপুর একটার দিকে বিশেষ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা যায়। রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য (মুন্সিগঞ্জ-২) সাগুফতা ইয়াসমীন এমিলি ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির স্বাগত বক্তব্য রাখেন। রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন টিকিট | কেটে | পদ্মা | সেতুর | ট্রেনে | চড়লেন | প্রধানমন্ত্রী | বাঁশি | বাজিয়ে | দিলেন | সংকেত