আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার আবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবর রহমানসহ বর্তমান নেতৃত্বে থাকা ৮ নেতাকে পক্ষভুক্ত করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ তাদের পক্ষভুক্ত করার আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
অন্যরা হলেন— জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এইচ এম হামিদুর রহমান আজাদ, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, সেক্রেটারি ড. রেজাউল করিম, জামায়াত নেতা মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমির। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন।
পরে ব্যারিস্টার তানিয়া আমির গণমাধ্যমে বলেন, জামায়াতের বর্তমান নেতৃত্বে থাকা ৮ নেতাকে আদালত অবমাননার আবেদনে পক্ষভুক্ত করার আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন।
পরে জামায়াতে ইসলামির নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ। এ ছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগের আবেদনের শুনানিও একইদিন হবে।