মাতৃত্ব, সেই সময়ের সাজকে যেন নতুন ভাবে তুলে ধরছেন কোর্টনি কার্দাশিয়ান। ঢিলে ঢালা পোশাক, গাউন পোশাক নয়, বরং হট পোশাকে হট অবতারে ধরা দিলেন হবু মা কোর্টনি কার্দাশিয়ান। এখনও পর্যন্ত এই সুন্দরীকে সকলে স্কিন টাইট পোশাক, বিকিনি, ইত্যাদি পোশাকে দেখা গেছে। বর্তমানে তিনি তার প্রথম সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন। এই ৪৪ বছর বয়সী অভিনেত্রী তার গর্ভাবস্থার একাধিক সাদা কালো ছবি পোস্ট করেছেন। সেখানেই তার বেবি বাম্প দেখা গেল।
কার্দাশিয়ান খ্যাত অভিনেত্রী সাদা রঙের একটি বিকিনি পরেছিলেন। তাকে রীতিমত গ্ল্যাম অবতারে নজর কাড়তে দেখা গেলো। কখনও বসে কখনও দাঁড়িয়ে তাকে বিভিন্ন পোজ দিতে দেখা গেছে তার এই পোস্টে। কোনও কোনও ছবিতে তিনি পাউট করেও ছবি তুলেছেন।
কোর্টনি কার্দাশিয়ান এই ছবিগুলি পোস্ট করে লেখেন, 'গর্ভবতী হতে পারা এই দুনিয়ার সব থেকে সুন্দর উপহার, অনুভূতি। এই জন্য লেম্মে মামা আমাদের নতুন মাতৃত্বকালীন মাল্টিভিটামিন তৈরি করেছি। আমি এটার জন্য আমার চিকিৎসক এবং মেডিক্যাল টিমের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। চেষ্টা করেছি সব থেকে পরিষ্কার, অ্যাক্টিভ সাপ্লিমেন্ট বানানোর যা উর্বরতা, প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা এবং সন্তান হয়ে যাওয়ার পরবর্তী সময়ের জন্য কাজে লাগবে।
আগামী মাসে তার এই প্রোডাক্ট লঞ্চ করবেন বলেও জানান তিনি। এটি যে আদতে তার ব্র্যান্ডের নতুন প্রোডাক্টের বিজ্ঞাপন সেটা তার পোস্ট থেকেই স্পষ্ট। একই সঙ্গে তিনি সম্প্রতি ভগ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি এখন কী কী মেনে চলছেন। অভিনেত্রীর কথায়, 'প্রথম তিনমাস কোনও ওয়ার্কআউট করিনি। বিমানে চড়িনি, যৌনতায় লিপ্ত হইনি।' দ্বিতীয় ট্রাইমেস্টারে এই বিধিনিষেধ তুলে নেওয়া হলেও তৃতীয় ট্রাইমেস্টারের ক্ষেত্রে সেটা আবার তাকে মানতে হয়। তিনি জানান এখন তিনি পজিটিভ ভাবনা চিন্তা রাখেন, নিয়মিত গর্ভের সন্তানের সঙ্গে কথা বলেন। অনেক প্রার্থনাও করেন।
সেপ্টেম্বরে কোর্টনি কার্দাশিয়ান এবং ট্রাভিস বার্কার তাদের প্রথম সন্তান আসার উপলক্ষ্যে সাধের আয়োজন করেছিলেন। সেই পার্টির থিম ছিল ডিজনিল্যান্ড। তাঁদের সেই অনুষ্ঠানের একাধিক ছবি ভিডিয়ো তখন ভাইরাল হয়েছিল।