আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানকে বিধ্বস্ত করে আফগানিস্তানের জয়

পাকিস্তানকে বিধ্বস্ত করে আফগানিস্তানের জয়
ইংল্যান্ডের পর এবার পাকিস্তানকেও হারিয়ে দিল আফগানিস্তান। বাবর আজমদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে আফগানরা। শুরুতে ব্যাট করতে নেমে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে টস জিতে শুরুতে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ওপেনার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজমের ফিফটিতে এবং স্লগে শাদাব খান ও মোহাম্মদ ইফতিখার ভালো ব্যাটিং করলেও ৭ উইকেটে ২৮২ রানে আটকে যায় পাকিস্তান। জবাবে তরুণ দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাহ ও ইব্রাহিম জাদরান ফিফটি করে দলকে ১৩০ রানের জুটি দেন। ওই জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। গুরবাজ ৫৩ বলে নয়টি চার ও এক ছক্কায় ৬৫ রান করেন। দারুণ খেলতে থাকা ইব্রাহিম ১১৩ বলে ৮৭ রানের আউট হন। পরের পথটা ধীরে-সুস্থে নির্বিঘ্নে পাড়ি দেন তিনে নামা রহমত শাহ ও অধিনায়ক হাসমউল্লাহ শাহেদি। রহমত খেলেন ৮৪ বলে ৭৭ রানের ইনিংস। হেদির ব্যাট থেকে ৪৫ বলে আসে ৪৮ রান।আর আফগানরা পায় একদিনের ক্রিকেটের পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানকে | বিধ্বস্ত | করে | আফগানিস্তানের | জয়