আর্কাইভ থেকে বাংলাদেশ

দুই উইকেট পরলো স্বাগতিকদের

দুই উইকেট পরলো স্বাগতিকদের

লক্ষ্যটা খুব বড় কিছু না, মাত্র ১৯৫ রান। দ্রুতই যেন ম্যাচ শেষ করার ইচ্ছা দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের। উদ্বোধনী জুটিতে ৮৬ রান করার পর মালানকে বোল্ড করে উইকেটের গেরো খোলেন মিরাজ। ৮ রান পর সাকিবের বলে আফিফের দুর্দান্ত ক্যাচে ফিরে যান ৪১ বলে ৯ চার ও ২ ছয়ে ৬২ রান করা ডি কক।

এরআগে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে  ৯ উইকেটে ১৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। মূলত কাগিসো রাবাদার বোলিং তোপে নাস্তানাবুদ হতে হয় সফরকারীদের। ক্যারিয়ারের দ্বিতীয়বার ৫ উইকেট নেন  এই পেসার। এছাড়াও এনগিডি, পারনেল ও শামসি নেন একটি করে উইকেট।

আফিফ হোসেনের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।  ১০৭ বলে  ৯ চারে ৭২ রান করেন এই ব্যাটার। মেহেদী মিরাজ কিছুটা দাঁড়ানো চেষ্টা করেন ক্রিজে। কিন্তু ৩৮ রান করেন  তিনি। 

হাসিব মোহাম্মদ 

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | উইকেট | পরলো | স্বাগতিকদের