আর্কাইভ থেকে জাতীয়

রাজধানীর সংঘর্ষ নিয়ে যা বললো র‌্যাব

রাজধানীর সংঘর্ষ নিয়ে যা বললো র‌্যাব
বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কর্তৃক সন্ত্রাসী হামলা প্রসংগে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক বিজ্ঞপ্তিতে বলেন... ১. অদ্য ২৮ অক্টোবর ২০২৩ তারিখ রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কর্তৃক রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল৷ ফকিরাপুল সহ বিভিন্ন স্থানে সাধারন মানুষের উপর সন্ত্রাসী হামলা ও আক্রমণ চালিয়েছে। দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা গনপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালায়। তারা আইনশৃংখলা বাহিনীর সদস্যদের উপর হামলা ও আক্রমন চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে। তাদের হামলায় আইনশৃঙ্খলার বাহিনীর বেশ কয়কজন সদস্য হতাহত হয়। সন্ত্রাসীরা রাজারবাগ পুলিশ হাস্পাতালে হামলা করে ও এম্বুলেন্সে অগ্নিসংযোগ করে। তারা আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতেও হামলা করে। বিভিন্ন সমাবেশে দায়িত্ব পালনরত গনমাধ্যম কর্মীদের ওপরও তারা হামলা চালিয়েছে। এছাড়াও, তারা বিভিন্ন সড়কে স্থাপিত সিসিটিভিও ভাংচুর করে। ২. যেসকল দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ'কে কেন্দ্র করে সাধারন মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী ও গনমাধ্যমকর্মীসহ রাজধানীর বিভিন্নস্থানে সন্ত্রাসী হামলা ও আক্রমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনজীবন বিপর্যস্ত করার চক্রান্তে লিপ্ত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব। র‍্যাব ফোর্সেসের গোয়েন্দারা গনমাধ্যম হতে প্রাপ্ত ফুটেজ, সিসিটিভি ফুটেজ সহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক জড়িত দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীর | সংঘর্ষ | নিয়ে | বললো | র‌্যাব