আর্কাইভ থেকে জাতীয়

‘ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা গণমাধ্যম মালিকদের দায়িত্ব’

‘ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা গণমাধ্যম মালিকদের দায়িত্ব’
টেলিভিশন সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়নের দায়িত্ব গণমাধ্যম মালিকদের। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে মামলা করা দুঃখজনক। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের'র প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, বিএনপির মহাসমাবেশের দিন সাংবাদিক পেটানোর ঘটনা অমানবিক। আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম দুঃখজনক। বিএনপি-জামায়াতের সমাবেশের বিষয়ে শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশ করতে এসে এত ইট পাথর কোথায় পেল বিএনপি জামায়াতের কর্মীরা- প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রোগী বহন করা অ্যাম্বুলেন্সকে ধাওয়া দেয়া কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। অনেক গণমাধ্যম বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মসূচিকে আড়াল করার চেষ্টা করেছে। সরকারপ্রধান বলেন, সাংবাদিক, পুলিশ এবং হাসপাতালে হামলাকারীদের কোনোভাবেই রক্ষা হবে না। দেশের তথাকথিত সুশিল এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনায় চুপ কেন? ইসরায়েলিদের মতোই হাসপাতালে হামলা করেছে বিএনপি জামায়াত।

এ সম্পর্কিত আরও পড়ুন ওয়েজ | বোর্ড | বাস্তবায়ন | করা | গণমাধ্যম | মালিকদের | দায়িত্ব