আর্কাইভ থেকে জাতীয়

বড় ৩ দলকে চিঠি, যা বললেন ডোনাল্ড লু ও মার্কিন দূতাবাস

বড় ৩ দলকে চিঠি, যা বললেন ডোনাল্ড লু ও মার্কিন দূতাবাস
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে প্রধান তিন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের শর্তহীন সংলাপে বসার আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।এজন্য আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ডোনাল্ড লু’র এই চিঠি দেওয়ার বিষয়টি জাতীয় পার্টির পক্ষ থেকে নিশ্চিত করা হলেও এ ধরণের চিঠি পায়নি বলে জানিয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি। জাতীয় পার্টির(জাপা) মহাসচিব মুজিবুল হক সোমবার(১৩ নভেম্বর)বিকেলে জানান, তাঁদের কাছে চিঠিটি দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাষ্ট্রদূত তাঁকে জানিয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছেও চিঠিটি দেওয়া হবে। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে পিটার হাস দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের(জিএম কাদের)সঙ্গে বৈঠক করেন।বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান। মুজিবুল হক গণমাধ্যমকে বলেন,‘মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর লিখিত একটি চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন। পিটার হাস জানিয়েছেন, একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—তিন দলকেই দেওয়া হচ্ছে।’ ডোনাল্ড লু’র চিঠিতে যা আছে:  মুজিবুল হক গণমাধ্যমকে আরো বলেন, চিঠিতে মূলত তিনটি বিষয়ে বলা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায়। দ্বিতীয়ত, শর্তহীনভাবে সংলাপের কথা বলা হয়েছে। তৃতীয়ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি গ্রহণ করেছে, চিঠিতে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সন্ধ্যা ৭টার দিকে একটি গনমাধ্যমকে বলেছেন, তাঁরা এখনো এ ধরনের কোনো চিঠি পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র এক নেতা রাত ৯টার দিকে বায়ান্ন টিভিকে বলেন তারাও কোনো চিঠি পাননি। মার্কিন দূতাবাস কি বলছে: নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে বিরোধের মীমাংসা বা সমঝোতার চেষ্টা করছেন ঢাকায়  নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এরই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন ইস্যুতে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন।সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে এ তথ্য জানান।ওই বিবৃতিতে যা বলা হয়েছে তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র টিঠির বক্তব্যে হুবহু মিল রয়েছে।  মার্কিন দূতাবাসের ওই বিবৃতিতে মূলত চারটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছে। দূতাবাসের বিবৃতিতে  চারটি বিষয় হলো: ১.যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সহিংসতা পরিহার ও সংযমী হতে সব পক্ষকে আহ্বান জানায়। ২.কোনো রাজনৈতিক দলের প্রতি আনুকুল্য দেখায় না যুক্তরাষ্ট্র। ৩.যুক্তরাষ্ট্র কোনো শর্ত ছাড়া সংলাপে বসতে সবপক্ষকে আহ্বান জানায়। ৪.যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুন্ন করে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের থ্রি সি ভিসা নীতি কার্যকর করতে থাকবে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ভিসা নীতি (থ্রি–সি) প্রয়োগ করা হবে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন বড় | ৩ | দলকে | চিঠি | ডোনাল্ড | লু | ও | মার্কিন | দূতাবাস