আর্কাইভ থেকে ক্রিকেট

নিউজিল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত

নিউজিল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত
শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তুলোধুনো করে চারশো ছুঁই ছুঁই রান সংগ্রহ করেছিল ভারত। টানা তৃতীয়বারের মতো ফাইনালে যেতে হলে এই পাহাড় টপকে নতুন করে ইতিহাস লিখতে হতো কিউইদের। কিন্তু এক মোহাম্মদ শামির বোলিং তোপে তা করতে পারেনি তারা। ৭০ রানের জয়ে ফাইনালের পা রাখলো ভারত। বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে ওঠার মিশনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানের বিশাল পুঁজি পায় ভারত। ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি ১১৭ ও শ্রেয়াস আইয়ার ১০৫ রানের ইনিংস খেলেন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারের আগেই ৩২৭ রানে থেমে যায় নিউজিল্যান্ডের রান।  

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ডকে | বিদায় | করে | ফাইনালে | ভারত