আর্কাইভ থেকে বলিউড

যে পোশাকে অনায়াসে ঢেকে গেছে আনুষ্কার বেবিবাম্প

যে পোশাকে অনায়াসে ঢেকে গেছে আনুষ্কার বেবিবাম্প
আনুষ্কা শর্মার মতোই তার ফ্যাশন সচেতনতা বরাবর চর্চায়। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে পোশাক পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে, তার দাম জানলে হতবাক হবেন! পরনে প্রিন্টেড সাদা ফ্লোরাল ড্রেস। হল্টার নেক পোশাক হলেও বেশ ঢিলেঢালা। যে পোশাকে অনায়াসে ঢেকে গিয়েছিল আনুষ্কার স্ফীতোদর। নিকোবর নামে অনলাইন ফ্যাশন অ্যাপেও অনুষ্কার এই ফ্লেয়ারড হল্টার ড্রেস রয়েছে। যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯,৬০০ টাকা। বিদেশি কোনও ফ্যাশন ব্র্যান্ড নয়, ভারতীয় এক পোশাক সংস্থারই তৈরি এই ড্রেস। যা কিনা ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের দিনের জন্য বেছে নিয়েছিলেন আনুষ্কা শর্মা।
আনুষ্কা-শর্মা
আনুষ্কা-শর্মা
প্রসঙ্গত, মেয়ে ভামিকাকে নিয়ে শনিবারই ব্যক্তিগত বিমানে করে আহমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন অনুষ্কা। রবিবাসরীয় দুপুরে স্বামী বিরাট কোহলির জন্য গ্যালারিতে গলা ফাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বাকি প্লেয়ারদের স্ত্রীদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেল অনুষ্কাকে। যে ফ্রেমে অন্যান্যদের তুলনায় অনুষ্কার দিকেই চোখ আটকে গিয়েছে ভক্তদের।

এ সম্পর্কিত আরও পড়ুন পোশাকে | অনায়াসে | ঢেকে | গেছে | আনুষ্কার | বেবিবাম্প