আর্কাইভ থেকে বাংলাদেশ

মিয়ানমারে সহিংসতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা

মিয়ানমারে সহিংসতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা

২. মিয়ানমারে সহিংসতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিক্ষোভ দমনে দেশটির সেনাবাহিনীকে সীমা লঙ্ঘন না করার আহবানও জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, নিরাপত্তা পরিষদের এক প্রেসিডেন্সিয়াল বিবৃতিতে বিক্ষোভে সহিংসতা দমনের বিষয়ে একমত হয়েছে চীনসহ ১৫ সদস্য রাষ্ট্র। ব্রিটেনের নেতৃত্বে নিন্দা জানিয়ে বিবৃতির খসড়া প্রণয়ন করা হয়। এতে মিয়ানমারের ক্ষমতাচ্যুত শীর্ষ নেত্রী অং সান সু চি ও অন্যান্য আটক নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় নিরাপত্তা পরিষদের সমর্থন রয়েছে। এছাড়াও দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া সংরক্ষণ, সহিংসতা বর্জন এবং মানবাধিকার ও আইন শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।  

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারে | সহিংসতায় | জাতিসংঘ | নিরাপত্তা | পরিষদের | নিন্দা