আর্কাইভ থেকে ইউরোপ

লাইভ শো চলাকালে রুশ অভিনেত্রী নিহত

লাইভ শো চলাকালে রুশ অভিনেত্রী নিহত
রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের একটি অনুষ্ঠানে ইউক্রেনিয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় পলিনা মেনশিখ (৪০) নামে এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,পলিনা মেনশিখ যে থিয়েটারে কাজ করতেন সেই থিয়েটার কর্তৃপক্ষ তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মঞ্চে গান পরিবেশন করার সময়ই তিনি নিহত হন বলে তারা জানায়। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও রাশিয়ার সামরিক কর্মকর্তারা মেনশিখের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৯ নভেম্বর রুশ নিয়ন্ত্রিত ওই স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনিয় বাহিনী।  তবে  ঘটনার বিশদ বিবরণ যাচাই করতে পারেনি রয়টার্স। ফ্রন্টলাইন থেকে ৬০ কিলোমিটার দূরে দোনেৎস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামের স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্র লক্ষ্য করে হাইমার্স ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেনের সেনারা।রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে দেশটির সেনাবাহিনীর এক তদন্তকারী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে আরেকটি সূত্রের দাবি, হামলার আগে মঞ্চে গাইছিলেন পলিনা মেনশিখ নামে ওই রুশ অভিনেত্রী। রুশপন্থি টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে। ওইসময় সেনাদের সঙ্গে গিটার নিয়ে গান গাইছিলেন মেনশিখ। হঠাৎ বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে এবং লাইট নিভে যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন লাইভ | শো | চলাকালে | রুশ | অভিনেত্রী | নিহত