আর্কাইভ থেকে বাংলাদেশ

৩১৪ রানে পিছিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

৩১৪ রানে পিছিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষে ফলোঅনের শঙ্কায় টাইগাররা।

দ্বিতীয় দিনের খেলায় একে একে ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ মাত্র ১৩৯ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে এখনো ৩১৪ রানে পিছিয়ে টাইগাররা। ফলোঅন পার করতে হলে অন্তত ২৫৪ রান করতে হবে সফরকারীদের। এখনও প্রয়োজন ১১৫ রান।

এই চ্যালেঞ্জ জিততে আগামীকাল (রোববার) মুশফিকুর রহিম ৩০ আর ইয়াসির আলি রাব্বি ৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। হাতে একমাত্র স্বকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৫৩ রান তুলে থেমেছে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন কেশভ মহারাজ। এছাড়াও অর্ধশতক করেন ডিন এলগার, কেগান পিটারসেন এবং টেম্বা বাভুমা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া তিনটি উইকেট নেন খালেদ আহমেদ আর একটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

এ সম্পর্কিত আরও পড়ুন ৩১৪ | রানে | পিছিয়ে | দিন | শেষ | করলো | বাংলাদেশ