আর্কাইভ থেকে ক্রিকেট

দ. আফ্রিকাকে হারালো বাংলাদেশের মেয়েদের

দ. আফ্রিকাকে হারালো বাংলাদেশের মেয়েদের
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  আর এর মধ্যদিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকেই হারালো টাইগ্রেসরা। এছাড়াও দীর্ঘ ১১ বছর এবং ১০ ম্যাচ পর প্রোটিয়াদের হারালো তারা।  এর আগে ২০১২ সালে প্রথম দেখায় মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা। রোববার টসে জিতে ব্যাটিং নেওয়া পর শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন উদ্বোধনী জুটিতে তোলেন ৪৪ রান।  তবে নন্দুমিসো শাঙ্গাজির বলে ২৪ রানে আউট হয়ে যান শামীমা।  এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে মুর্শিদা যোগ করেন আরও ৩৯ রান। ১৭ বলে ১৬ রান করে সোবহানাও ফিরে যান। শেষ দিকে নিগার সুলতানাকে ২১ বলে ৩৪ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।   ৬২ রানে অপরাজিত থাকেন শামীমা সুলতানা। জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে দক্ষিণ আফ্রিকাও।  বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রাবেয়া খান। ২৬ বলে ৩০ রান করা অধিনায়ক ব্রিটসকে ফেরান তিনি। দ্বিতীয় উইকেটটিও আসে পরের ওভারেই, এবার ফাহিমার শিকার আনেরি ডের্কসেন। এক প্রান্ত আগলে রেখে ওপেনার আন্নেকে বশক ফিফটি তুলে নিলেও অন্য সব ব্যাটার ছিলেন যাওয়া আসার মধ্যে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

এ সম্পর্কিত আরও পড়ুন দ | আফ্রিকাকে | হারালো | বাংলাদেশের | মেয়েদের