আর্কাইভ থেকে বাংলাদেশ

আইপিএলে শচীনপুত্রের অভিষেকের অপেক্ষা

আইপিএলে শচীনপুত্রের অভিষেকের অপেক্ষা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অভিষেক হতে পারে শচীনপুত্র অর্জুন টেন্ডুলকারের। ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব হ্যান্ডলে এ ইঙ্গিত দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। আজ শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

অর্জুন নেট বোলার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে যোগ দিয়েছিলেন। তারপরে গত বছর নিলামে ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। কয়েকমাস আগে মেগা নিলামে মুম্বাইয়ের সঙ্গে অর্জুনকে কেনার আগ্রহ প্রকাশ করেছিল গুজরাট টাইটান্স। শেষ পর্যন্ত ৩০ লাখ রুপিতে মুম্বাইয়ে যোগ দেন শচীনপুত্র।

অর্জুনের ছবি পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপশনে লিখেছে, ‘অমাদের ভাবনাতে রয়েছে।’ এই ক্যাপশন ট্যাগ করা হয়েছে অর্জুনকে। এ পোস্টের পরেই সচীনকন্যা সারা টেন্ডুলকার লাভ রিয়েক্ট দেন কমেন্ট সেকশনে।

আইপিএলের চলতি আসরের একমাত্র জয়হীন দল মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ ম্যাচের ৫টিই হেরেছে আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজিটি। এবার এক একটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে। সে হিসেবে অন্তত ৮টি ম্যাচ জিততেই হবে। রোহিত শর্মার বাহিনীর হাতে আছে ৯টি ম্যাচ।

অবশেষে সবকিছু ঠিকঠাক থাকলে আজই একাদশে জায়গা দেওয়া হতে পারে অর্জুনকে। এর ফলে বসানো হতে পারে বাসিল থাম্পি অথবা জয়দেব উনাডকাটকে। চলতি আসরে বোলিং রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।

অন্যদিকে, ৩টি ম্যাচ জেতা লক্ষ্ণৌর কাছে সুযোগ দুর্বল মুম্বাইয়ের সামনে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেয়ার। কিছু সমস্যা থাকলেও দল হিসেবে তারা যে এগিয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন আইপিএলে | শচীনপুত্রের | অভিষেকের | অপেক্ষা