আর্কাইভ থেকে বাংলাদেশ

দুদক আওয়ামী লীগের ড্রাইভার: রিজভী

দুদক আওয়ামী লীগের ড্রাইভার: রিজভী

যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, শেখ হাসিনার ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবে গাড়ি চালান। মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ রোববার (১৭ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

এ সময় বিএনপির এ নেতা বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুদকের করা মামলা বাতিলের আবেদন (লিভ টু আপিল) করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান। তবে সেই আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। আর এর পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে।

রিজভী বলেন, দুদক চেয়ারম্যান আপনার নিজস্ব কোনো সত্তা নেই। আপনার কোনো স্বাধীনতা নেই। তা না হলে একজন স্বাধীনতা ঘোষকের পুত্রবধূ বরেণ্য পরিবারের সন্তান ও একজন চিকিৎসকের বিরুদ্ধে এমন কাপুরুষোচিত মামলা করতে পারতেন না।

বিএনপির এই মুখপাত্র বলেন, দুদক জিয়া পরিবারের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে তার একটাও সত্য না। সব মামলা কাল্পনিক। নিম্ন আদালতে রায় হলে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকে কিন্তু বাংলাদেশের আইন আদালত যে শেখ হাসিনার আঁচলে বন্দি। এর প্রমাণ বেগম খালেদা জিয়া।

তাসনিয়া রহমান

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন দুদক | আওয়ামী | লীগের | ড্রাইভার | রিজভী