আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি : আটক ৮৯

প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি :  আটক ৮৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে, রংপুর বিভাগের  বিভিন্ন জেলা থেকে শিক্ষক ও পরীক্ষার্থীসহ ৮৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রংপুর থেকে  জালিয়াতি চক্রের মূল হোতা সহ ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময়ে তাদের কাছ থেকে ১১ টি ইলেকট্রিক ডিভাইস ও ৮০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মাদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  প্রাথমিক নিয়োগ পরীক্ষায় একটি চক্র  জালিয়াতি করতে পারে এমন তথ্যের ভিত্তিতে  গেলো বৃহস্পতিবার রাত থেকে অভিযান চালায় পুলিশ। এ সময়ে আটক হন চক্রের মূল হোতা সহ ৫ জন। আটককৃতদের তথ্যের ভিত্তিতে, ৩ শিক্ষক ও ১১ পরীক্ষার্থী আটক হন। পুলিশ কমিশনার আরও জানান,চক্রটি দীর্ঘদিন ধরে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের উপ পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, জালিয়াতির অভিযোগে লালমনিরহাট থেকে  ১৩ জন, দিনাজপুরে ১০ জন, ঠাকুরগাঁয়ে ৭ জন, নীলফামারিতে ৩ জন ও কুড়িগ্রামে ১, গাইবান্ধায় ৩৫, জনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রাথমিক | নিয়োগ | পরীক্ষায় | জালিয়াতি | | | আটক | ৮৯