আর্কাইভ থেকে বাংলাদেশ

কিছু মানুষ ব্যস্ত আওয়ামী লীগকে হটানোর জন্য : প্রধানমন্ত্রী

কিছু মানুষ ব্যস্ত  আওয়ামী লীগকে হটানোর জন্য : প্রধানমন্ত্রী

দেশের কিছু নেতা দুঃসময়ে মানুষের পাশে কোনো সাহায্য করেছে কি না, তার কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু তারা খুব ব্যস্ত আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২০ এপ্রিল) কৃষক লীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে ডা. কামাল হোসেন, মান্নার মতো নেতারা, বামদল, কমিউনিস্ট পার্টি- সবাই একজোট হয়ে নাকি আওয়ামী লীগ সরকারকে হটাবে।

সরকারপ্রধান বলেন, আমার প্রশ্ন, অপরাধটা কি আওয়ামী লীগের। আমরা সরকারে এসেছি ২০০৮ সালের নির্বাচনে। যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম তাতে রূপকল্প-২১ ঘোষণা দিয়েছিলাম। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। তারা বার বার আমাদের ভোট দিয়েছে, ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে এসেছি। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার হিসেবে আমাদের লক্ষ্য আমরা অর্জন করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মাথাপিছু আয় বৃদ্ধি করেছি। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করেছি। আজ সারা বাংলাদেশে আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছাতে পেরেছি। আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের ঘর দিচ্ছি, জমি দিচ্ছি।

তিনি বলেন, ১০ টাকায় কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছি। বেসরকারি ব্যাংক আমরা উন্মুক্ত করে দিয়েছি এবং তাদের ওপর শর্ত আছে যে, উপজেলা পর্যন্ত তাদের শাখা থাকতে হবে। তাছাড়া সরকারি ব্যাংক তো আছেই।

শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। সারের দাম আমরা কমিয়েছি ৪ দফা। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। যেটা নিয়ে একটা বড় চ্যালেঞ্জ আমাদের ছিল। আমাদের এই একটা সিদ্ধান্তই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন কিছু | মানুষ | ব্যস্ত | | আওয়ামী | লীগকে | হটানোর | জন্য | | প্রধানমন্ত্রী