আর্কাইভ থেকে আওয়ামী লীগ

ধ্বংসাত্মক রাজনীতিকে চিরতরে বিদায় করতে হবে: তথ্যমন্ত্রী

ধ্বংসাত্মক রাজনীতিকে চিরতরে বিদায় করতে হবে: তথ্যমন্ত্রী
সব সূচকে এগিয়ে গেছে দেশ, আর এখন দেশে নেতিবাচক রাজনীতি করছে বিএনপি। নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে। বিজয় দিবসে এটাই সকলের অঙ্গীকার হওয়া উচিত। বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১৭ ডিসেম্বর) সকালে তথ্য ভবনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রেললাইন কেটে ফেলছে, রেলে আগুন দেয়া হচ্ছে। তিনি বলেন, রাজনীতির নামের মানুষ পোড়ানো বিশ্বের কোথাও এই সংস্কৃতি নেই। বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর পাশাপাশি একটি মানবিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাছান মাহমুদ বলেন, জিডিপিতে ৩৫ তম অর্থনীতির দেশ বাংলাদেশ। সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করা বর্তমান সরকারের লক্ষ্য। এ জন্য নানা ধরনের ভাতা চালু করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে সরকার সামাজিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়।

এ সম্পর্কিত আরও পড়ুন ধ্বংসাত্মক | রাজনীতিকে | চিরতরে | বিদায় | করতে | হবে | তথ্যমন্ত্রী