আর্কাইভ থেকে শিক্ষা

প্রাথমিক স্কুলে ছুটি বাড়লো ১৬ দিন

প্রাথমিক স্কুলে ছুটি বাড়লো ১৬ দিন
প্রাথমিক স্কুল শিক্ষকদের অসন্তোষের মুখে ছুটি বাড়লো আরও ১৬ দিন। ফলে মাধ্যমিক স্কুলের মত তাদেরও মোট ছুটি ৭৬ দিন। এর আগে মাধ্যমিকের চেয়ে তাদের ছুটি কম হওয়ায় অসন্তোষ জানিয়েছিলেন তারা। রোববার (৩১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ অন্য কর্মকর্তাদের স্বাক্ষরিত নতুন ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এ তালিকায় ২৮ ডিসেম্বর সই করেন তারা। আগের এবং বর্তমান তালিকা তুলনা করে দেখা যায়, পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।   এছাড়াও,  ২০ জুলাইয়ের আষাঢ়ী পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রাথমিক | স্কুলে | ছুটি | বাড়লো | ১৬ | দিন